আপনেরা অনেকেই হয়তো ডিজিটাল পাসপুট করানের ধান্দা করতাসেন; সেই লিগাই এই পুষ্টানো; ভুলভাল হইলে ধরাইয়া দিয়েন।
গত হপ্তায় গেছিলাম পাসপোর্ট করাইতে। যাইয়া দেহি, বিরাট ইতিহাস। আনসার আর আর্মি মিল্যা সেরাম অবস্থা। মনে হইতাছিলো, কুনো সভ্য-দ্যাশে আইয়া পরছি। ;)
দেয়ালে দেয়ালে চিকা মারা, “ছয় মাসের অধিক মেয়াদ থাকলে আপাততঃ পাসপোর্ট নবায়ন করা হচ্ছে না।” তবে জরুরি, অনেকদিনের লাইগা বাইরে যাইতাছিগা ইত্তাদি ভুংভাং বুঝাইলে মনে হয় এক বচ্ছরের লাইগা নবায়ন করা যায়; একহাজার ট্যাকা লাগে মনে হয়। লেকিন আপনার পাসপুট এর মেয়াদ এক বসরের উপরে থাকলে আপনার ঐখানে কোন খাওয়া নাই। বাসায় বইয়া ঘুমান।
আর নয়া পাসপুট করাইতে তিন হাজার ট্যাকা লাগে। তবে জরুরি ফিস বইলা কিছু নাই; যদিও সরকারী বিজ্ঞপ্তিতে জরুরীর কথা লেহা আছে।
নয়ডা বাজনের আগেই লাইন শুরু হইয়া যায়। আগে আগে গেলে কাম চালু কইরা হইয়া যাইতে পারে। তয় লাস্ট টাইম মনে হয় একটা পর্যন্ত। দালালগো দেখলাম কোন খাওয়া নাই। দেওয়ালের বাইরে খালি দুই একটারে আপ-ঝাপ করতে দেখলাম।
বিল্ডিং এর বাইরে দাড়ায়া/দৌড়াইয়া হেলপার হিসাবে আনসাররা কাম করতাছে। নরমাল কথাবার্তা গুলান এগো থিকাই জানা যায়। টাকা জমা দেয়ার রিসিটও থাকে এগো কাছে।
জটিল কেস হইলে ভিতরে হেল্প-ডেস্ক আছে, হ্যাগোরে জিগানো যায়; ওনারা পুরা ফর্ম-কাগজ-পত্র ঠিক আছে নাকি দেইখা দেয়; ফিস রিসিট আঠা দিয়া ফর্ম এর উপর লাগায়া দেয়। হেল্প-ডেস্ক এ আর্মি-সিভিলিয়ান দুইটাই আছে। সিভিলিয়ানগো অনেকের গলায় কালা ফিতা ঝুলানি।
নবায়ন-কেস হইলে একটা ফরম ফিলাপ করন লাগে। আর নয়া-কেসে দুইডা। ফরম ঐখানে ছাড়া এইখানেও পাইবেন। এইখানে সরকারী বিজ্ঞপ্তি গুলাও পাইবেন। ফরম ডা সত্তায়ন করাইতে একটু খেয়াল কইরেন। সত্তায়ন যে করবো, হ্যারে ফোনে জিগাইতে পারে বইলা শুনলাম। আর ফরমডায় যেই নম্বর/রেফারেন্স গুলান দিবেন, যেমন ভোটার-আইডি, জন্ম-সার্টিফিকেট, টিন-নম্বর ইত্যাদি, সেই কাগজ গুলার ফটোকপি লগে দেওন লাগবো। আর অরজিনাল-গুলিও দেখান লাগতে পারে, লইয়া যাইয়েন।
হেল্প-ডেস্ক থিকা ওকে কইরা দিলে, আরেকটা লাইনে খাড়াইতে হয়। ঐখানে ফাইনালি “অফিসিয়ালি ওক্কে” বইলা একটা সিল ছাপ্পর দিয়া দেয়। হেরপর আরেক লাইনে যাইয়া খাড়াইতে হয়। লাইন ধরার পর বাঙালি-জাতির সেই হাজার বচ্ছরের খারাপ-অভ্যাস দেখা গ্যালো; লাইন না ধইরা হালকার উপর সামনে ঢুইকা পরনের অভ্যাস। ঝারি মারলে এরা আবার ভুং-ভাং দিয়া বুঝানের চেষ্টা করে।এগো লগে হালকা কাও-কাও করণ লাগতে পারে।
হ্যারপর কি হয় জানা নাই। আপনে জানতে চাইলে লাইনে খাড়ায়া দেইখা আইতে পারেন; অর্ এই ব্লগ এর সেকুএল (২য় পর্ব) এর লিগা ওয়েট করতে পারেন।
বিশেষ টিপস:
-------------
যদি ফ্যামিলির সবার বা কুনো লেডিজের পাসপুট করাইতে চান, তয় মা-বউ-পুলাপাইনরে হুদাই কষ্ট দিয়েন না।
১ম দিন দুপুর ১২-১ টার দিকে ফরম ফিলাপ কইরা, সব কাগজ-পত্র-ছবি নিয়া একলা যাইবেন। কাগজপত্রে ঝামেলা থাকলে একলা দৌড়াইয়া সব সারেন। মনে রাইখেন, বাচ্চা সাইন না করতে পারুক আর না পারুক, সাইন করুক আর নাই করুক, টিপসই অবশ্যই লাগব। সব ফরম ফাইনাললি ওক্কে করান। তখন একটা ফাইনাল সিল-ছাপ্পর দিয়া দিবো।
পরের দিন এক্কেরে সকালে ( ৮:১৫ টার ভিতরে) ব্যাকটিরে নিয়া লাইনে খারান। তখনো গেইট খুলবে না; বাইরেই দাড়ায়া থাকেন। গেইট খুললে ঢুইকা একবারে ফাইনাল কাউন্টারে যাইয়া লাইন দ্যান (দেখপেন উপরে গেইটের উপরে লাল ডিজিটাল কাউন্টার লাগাইন্যা)। সেইখান থিকা টুকেন দিবো। সেই টুকেন লইয়া ভিতরে ঢুকবার পারবেন।
ওক্কে ?